🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
বৈশ্বিক করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে সরকারের অগ্রাধিকার খাতগুলোসহ আরো নয়টি বিষয়কে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়।
বাজেট ব্যবস্থাপনা সভা এবং আর্থিক ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রথম সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। সভায় সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন।
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে যে বিষয়গুলো অগ্রাধিকার পাবে –
ক. করোনাভাইরাস মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা।
খ. করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর সফল বস্তবায়ন করা।
গ. করোনাভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দ, প্রণোদনা এবং ক্ষতিপূরণ।
ঘ. অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষি যান্ত্রিকীকরণ সেচ ও বীজ প্রণোদনা, কৃষি পুনবাসন, সারে ভর্তুকি প্রদান অব্যাহত রাখা।
ঙ. ব্যাপক কর্মসৃজন ও পল্লী উন্নয়ন।
চ. সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতা সম্প্রসারণ।
ছ. গৃহহীন দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহনির্মাণ (মুজিববর্ষের প্রধান কার্যক্রম)
জ. নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে বা স্বল্পমূল্যে খাদ্য বিতরণ ব্যবস্থা চালু রাখা।
ঝ. এছাড়া শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ সার্বিক মানবসম্পদ উন্নয়ন।
প্রসঙ্গত, আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে এ বিষয়গুলো সহ অন্যান্য অর্থবছরে জোর দেয়া গুরুত্বপূর্ণ খাতগুলোও অগ্রাধিকার পাবে বলে সভা সূত্রে জানা গেছে।
বঙ্গ মিরর/এসআর