🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
তিনি একজন জ্যোতিষী। সবার ভবিষ্যত বাণী করতেন, ভালো কিংবা মন্দ! কি ঘটতে চলেছে সবই। অথচ নিজের ভবিষ্যত বাণীটা ঠিকঠাক মতো করতে পারলেন না। ফলশ্রুতিতে আগুনে পুড়েই মরতে হলো এই জ্যোতিষীকে। তিনি কলকাতার বিখ্যাত জ্যোতিষী জয়ন্ত শাস্ত্রী। পশ্চিম বাংলার স্যাটেলাইট চ্যানেল গুলোতে এই জ্যোতিষীকে প্রায়শই দেখা যেতো অনুষ্ঠান করতে।
রবিবার (১ নভেম্বর) সকালে কলকাতার কেষ্টপুরে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মৃত্যু হয় তার। এর আগে তাকে তার নিজ বাড়ির দোতলা থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরর্বতীতে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। -খবর আনন্দবাজারের।
ঐ প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতার
কেষ্টপুরের থানা এলাকায় বারোয়ারি তলায় নিজের তিনতলা বাড়িতে একাই থাকতেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানায়, রবিবার সকালে জয়ন্তের বাড়ির দোতলায় তারা আগুন দেখে দমকল এবং আইনশৃঙ্খলা বাহিনীতে খবর দেন। এসময় ঘরের দরজা তালাবন্ধ থাকায় তারা কিছু করতে পারেননি না। বাসিন্দারা নীচ থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পারেননি।
দমকল বাহিনী খবর পেয়ে ঘরের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন। দেখা যায়, জয়ন্ত দোতলায় খাওয়ার ঘরের মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর হাতে এবং পায়ে আগুনে পোড়ার চিহ্ন।
এদিকে জয়ন্তর বাড়ির কাছেই থাকেন তাঁর গাড়ির চালক শুভঙ্কর রায়। তিনি এলাকাবাসীর মুখে খবর পেয়ে সেখানে আসেন। তিনি বলেন, বাড়ির চাবি আমার কাছে থাকে। কারণ সকালে জয়ন্তর কাজের লোক আসেন।
পুলিশ এবং দলকল বাহিনীর ধারণা, সিগারেট থেকে অসাবধানতাবশত তার সোফাতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার পর তাঁর ঘুম ভাঙ্গে।পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বঙ্গ মিরর/এমএমআর