🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
আলোচিত ‘বাবু খাইছো’ গানের শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম।
এ বিষয়ে হিরো আলাম বলেন, মীর মাসুম আমাকে জোকার বলে গালিগালাজ করেছে। তার বিরুদ্ধে আমি ১০০ বার মামলা করবো।
শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্রেকিংনিউজের সঙ্গে একান্ত আলাপকালে মামলার বিষয়ে হিরো আলম এসব কথা জানান।
তিনি বলেন, ‘বাবু খাইছো’ ফেসবুকের ভাইরাল একটি শব্দ। শব্দটি অনেকেই ব্যবহার করেছে। বাবু খাইছো গানের লিরিক্স, শব্দ, কথা ও সুর কোনোটিই আমি নকল করিনি। ওই বাবু খাইছো গান আর আমার বাবু খাইছো গানের আকাশ-পাতাল পার্থক্য। মীর মাসুম আমাকে জোকার বলে গালিগালাজ করেছে। সে আমাকে জোকার বলে গালিগালাজ কেন করলো? তার গানে যুব সমাজকে নষ্ট করেছে। তার গানে যুবকদের মুখে সিগারেট তুলে ও মুখে ফিডার তুলে অশ্লীলতা প্রদর্শন করেছে। তার গানে অশ্লীলতা রয়েছে, আমার গানে কোনো অশ্লীলতা নেই। তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
তার বিরুদ্ধে পাল্টা মামলা করবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ১০০ বার তার বিরুদ্ধে মামলা করবো। সে আমাকে জোকার বলে গালিগালাজ করেছে। মাসুমের গানের চাইতে আমার গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছে। আমার গানের ভিউও তার গানের ভিউয়ের চেয়ে অনেক বেশি। আমার জনপ্রিয়তা প্রতিহিংসার জন্য মামলাটি করেছে।
হিরো আলম আরও বলেন, আমি কোনো শিল্পী না। আমি মূলত গান করি মানুষের বিনোদন দেয়ার জন্য। বাবু খাইছো গানটি বিনোদন দেয়ার জন্যই করেছি এর বাইরে অন্যকিছু না।
গত ৬ ডিসেম্বর ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে বাদী মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। এ আইনজীবী জানান, মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডিতে পাঠিয়েছেন।
বঙ্গ মিরর/এসআর