🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
বছর পেরোলেও সংক্রমণের লাগাম তো টানতে পারেনি উল্টো মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র বুধবার কোভিড-১৯ রোগে সবচেয়ে প্রাণঘাতী দিন প্রত্যক্ষ করেছে।
করোনার হালনাগাদ তথ্য দিয়ে আসা যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, গত ৩০ ডিসেম্বর বুধবার যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৯২৭ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।
মহামারির প্রাদুর্ভাব শুরুর পর যুক্তরাষ্ট্রে এর আগে একদিনে এত প্রাণহানি হয়নি। একইদিনে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ধরনে আক্রান্ত হয়েছেন।
বুধবার একদিনে সর্বাধিক ৪৩২ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মারাত্মক সংকটে হাসপাতালগুলো।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা এক কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৬৫৩। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৪০ হাজার ৯৫৬ জন প্রাণ হারিয়েছেন।
গতকাল বুধবার একদিনে সর্বাধিক মৃত্যুর দিনে যুক্তরাষ্ট্রে আরও ১ লাখ ৪২ হাজার ৮১৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। শীতের কারণে দেশটিতে সংক্রমণ আরও বাড়বে বলেই শঙ্কা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এ পর্যন্ত সরবরাহ হওয়া এক কোটি ২৪ লাখ ৯ হাজার ৫০ জন ডোজের মধ্যে ২৫ লাখ ৮৯ হাজার ১২৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
বঙ্গ মিরর/এসআর