🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার (৬ ডিসেম্বর) সকালে প্রাণ হারান ইডেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জুলেখা খাতুন। একই দিন বিকালে স্ত্রীর পথ ধরেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ।
রবিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন সরকারের সাবেক এই দুই শীর্ষ কর্মকর্তা।
গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির কলেজ ও প্রশাসন শাখার উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন।
জানা যায়, নাজিম উদ্দিনের স্ত্রী জুলেখা খাতুন বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকলেও তিনি অনেকটা সুস্থই ছিলেন। অধ্যাপক নাজিম উদ্দিন ২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন।
বঙ্গ মিরর/এসআর