🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে বিকৃত করায় বাংলাদেশ ছাত্রলীগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেল বেলায় ২৩ বঙবন্ধু এভিনিউ বাংলাদেশ ছাত্রলীগের পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় সহ বিভিন্ন ধরনের নেত্রী বৃন্দু।
দুস্কৃতকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের এর দাবি জানিয়ে এঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়ে বঙ্গবন্ধু পরিষদের বিবৃতিতে এ ঘটনাকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত বলে উল্লেখ করা হয়।
কবি নজরুল কলেজের সাবেক সহ সভাপতি বি এম নাজমুল ইসলাম বলেন আমরা ছাত্রলীগ পরিবার সব সময় মাঠে আছি মাঠে থাকবো বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য থাকবে।
উল্লেখ্য, কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলে দুস্কৃতিকারীরা। শনিবার সকালে ভাস্কর্যটির হাত ও মুখের কিছু অংশ ভাঙ্গা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান।
এমন ঘৃণিত কাজের জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিয়নের প্রতিটি জেলায় কাল সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মিকে বিক্ষোভ মিছিল করার আহব্বান জানান।
বঙ্গ মিরর/এসআর