🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
ঢাকার কুখ্যাত কলঙ্কিত ভূমি দস্যুদের অভয়ারণ্য ও স্বর্গরাজ্য গাজীপুর জেলা প্রশাসনের নিরবতায় অসংখ্য পরিবার নিঃস্ব ও সর্বশান্ত হয়ে পড়েছে৷
ঢাকার কুখ্যাত ও কলঙ্কিত ভূমি দস্যু, আলোচিত দেশ বিরোধী ষড়যন্ত্রকারী এবং বহু অপকর্মের হোতা পার্টেক্সের এম.এ হাসেম এবং তার বড় ছেলে আজিজ আল কায়সার ও তার চক্র। ঢাকার গুলশান এলাকায় ক্যাসিনো ব্যবসা, মাদক ও হিরোইন ব্যবসার অন্যতম কর্ণধার।
জালজালিয়াতির অপকৌশলে জাল দলিল তৈরী করে রাতের অন্ধকারে হাজার হাজার বিঘা জমি জবরদখল করায় শত শত পরিবার আজ নিঃস্ব ও সর্বশান্ত হয়ে অপেক্ষার প্রহর গুনছে। দীর্ঘদিন প্রশাসন সহ বিভিন্ন দরজায় কড়া নেড়েও কোনো সু-বিচার পাচ্ছেন না বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা। প্রশাসন নির্বিকার ও নিস্ক্রিয় থাকায় সংঘবদ্ধ ভূমি দস্যুদের স্বর্গরাজ্য ও অভয়ারণ্য আজকের গাজীপুর জেলা।
উল্লেখ্য যে, ১৭/০৯/১৯৪৭ ইং তারিখে ক্রয় সূত্রে গাজীপুর থানাধীন গাজীপুর সিটি কর্পোরেশন গ্রাম আড়াইশত প্রসাদ, মৌজা-আড়াইশত প্রসাদ, জে এল নং-আর.এস ১৮, ভূমি অফিস-সালনা গাজীপুরে ২৭.২৩ একর ভূমির মালিকগণের ভূমি হঠাৎ ভূমি দস্যু গং রাতারাতি ১৯৯৭ ইং সালে বাউন্ডারি ওয়াল দিয়ে সাইনবোর্ড লাগিয়ে জবর দখল করে নেয়। সংঘবদ্ধ দুর্নীতির কারণে উক্ত ভূমি উদ্ধারে অসহায় ভূমির মালিকগণ উপায় খুঁজে না পেয়ে হৃদয় ইসলাম বাবুকে আম-মোক্তার নিয়োগ করলে হৃদয় ইসলাম বাবু দীর্ঘদিন হাসেম গংদের সাথে দেন দরবার করেও কোনো সুফল না পেয়ে গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জাল দলিল ও জায়গা জবর দখলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
জয়দেবপুর থানা মামলা নং-৯৬(১১)০১, তাং-০৩/১১/২০০১ ইং যেখানে অভিযুক্ত যথাক্রমেঃ-পার্টেক্স গ্রুপের মালিক এম এ হাসেমের বড় ছেলে ১) পুত্র আজিজ আল কায়সার, ২) সদরুল হুদা, ৩) হানিফ মোল্লা, ৪) মোঃ নুরুল হুদা ও ৫) মোঃ রফিক।
বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আসামীগংদের সৃজিত জাল দলিল নং-৭৩৯৬, তাং-২৬/০৪/২০০১ ইং গাজীপুর সদর, জাল দলিল নং-৯৬, তাং-২৯/১১/২০০১, জাল দলিল নং-৪৫৪, তাং-৩০/০৬/২০০২ ইং বাতিল করা সহ অন্যান্য সকল জাল দলিল বাতিলে রায়ের আদেশ নং-২১৮৪, তাং-০৬/০২/২০০৮ এর মাধ্যমে রায় ও ডিক্রী প্রদান করেন।
রায়ে উল্লেখ করা আছে, আজ থেকে জাল দলিলের সকল কার্যক্রম অবৈধ এবং জাল দলিল বলে সকল প্রকার নামজারী কার্যক্রম সহকারী কমিশনার গাজীপুর ভূমি অফিসে বন্ধ থাকবে ও বাতিল বলিয়া গণ্য হইবে। একই সাথে আসামীদের প্রত্যেকের ৭ বছরের কারাদন্ড ও ২,০০০/- টাকা জরিমানা অনাদায়ের আরো ২ মাস কারাদন্ডে দন্ডিত করে।
তারা উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রায় বহাল রাখেন এবং হাসেম গংদের রীটপিটিশন খারিজ করে দেন। অথচ গাজীপুর প্রশাসন অদ্যাবধি কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না। উল্টো হাসেম গংরা হৃদয় ইসলাম বাবুকে রায়ের দিন গুলি করলে পায়ে গুলি লাগে। যার দায়েরকৃত জিডি নং-১৫০৩, তাং-২১/০৭/২০১১।
বর্তমানে হৃদয় ইসলাম মালিক গং প্রিন্স ড. মূসা বিন শমশেরের নিকট রেজিষ্ট্রী বায়নানামা দলিল নং-৪২৭৩, তাং-১৭/০৬/২০২০ ইং এবং অপরিবর্তনীয় আমমোক্তার নামার মাধ্যমে বিক্রি করায় প্রিন্স মূসা বিন শমশের উক্ত ভূমির মালিক হওয়া স্বত্বেও ২২ বছর যাবৎ এই ভূমি দস্যুদের কবলে থাকায় প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা যায়নি।
এমতাবস্থায় সাধারণ জনগণের হাল কী হতে পারে তা সহজেই বোধগম্য। উল্লেখ্য প্রিন্স ড. মূসা বিন শমশের বিশ্ব বরেণ্য ধনকূবের ও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সামরিক কৌশলবিদ ও বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পথিকৃৎ, যিনি দেশ ও আন্তর্জাতিক ভাবে সমাদৃত ও সম্মানিত, তিনি আধুনিক বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত।
জানা যায়, হাসেমের বড় ছেলে ১৫ মাস জেল খেটে জামিনের ছাড়া পেয়ে পুনরায় জবর দখলের নিত্যনতুন পায়তারা ও হুমকি ধামকি দিচ্ছেন। আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে ফেরারী অবস্থায় নানাবিধ অপরাধ মূলক অপকর্মে লিপ্ত আছে।
বঙ্গ মিরর/এসআর