🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় তার নিজ ইউনিয়নে ছাত্রলীগের নেতা মো: আতিকুল রহমান সুমনের উপর হামলা হয়েছে।
তাকে প্রাথমিক অবস্থায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এছাড়াও স্থানীয় নেতকর্মীরা দাবি করছেন এটা বিএনপি জামাতের পরিকল্পিত হামলা।
বঙ্গ মিরর/এসআর