🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
নানামুখী চাপের মুখে অবশেষে নত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প। দেশটিতে করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফ্লোরিডায় ছুটির দিনে ২.৩ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজে স্বাক্ষর করেছেন তিনি। তবে এতে কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন।
বিলে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি কংগ্রেসকে ব্যয়ের ক্ষেত্রে সম্ভাব্য অপচয়জনিত বিষয়গুলো কমাতে বলেছি। পূর্ণবয়স্কদের ২০০০ ডলার এবং শিশুদের ৬০০ ডলারের চেক দিতে বলেছি।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি জুড ডিয়ার বলেছেন, প্রেসিডেন্ট বিল থেকে সম্ভাব্য অপচয়জনিত বিষয়গুলো বাদ দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন। এ সংক্রান্ত কিছু বিষয় সংশোধনের জন্য বিলটি আবার কংগ্রেসে ফেরত পাঠানো হতে পারে।
গত সপ্তাহে কংগ্রেসে করোনা সহায়তা ও সরকারি অনুদান বিল পাস হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর না করায় তা আইনে পরিণত হতে পারছিল না। ট্রাম্প বিলটি সংশোধন করে নাগরিকদের ত্রাণের পরিমাণ ৬০০ ডলার থেকে বাড়িয়ে ২০০০ ডলারে উন্নীতের কথা বলেছিলেন। বিল আটকে রেখে বড়দিনের ছুটিতে নিজ রিসোর্টে গলফ খেলার ছবি প্রকাশ পেলে তিনি নানা পক্ষের সমালোচনার শিকার হন।
কয়েকমাসের তর্ক-বিতর্কের পর করোনায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তায় ওই তহবিলের ব্যাপারে দুই দলই একমত হয়। প্রেসিডেন্ট ট্রাম্পও তাতে সমর্থন জানান। তবে কিছু বিষয়ে আপত্তি জানিয়ে তাতে স্বাক্ষর না করতে অনড় ছিলেন ট্রাম্প। দেশটির আইনপ্রণেতারা বিলে দ্রুত স্বাক্ষরের দাবি জানিয়ে আসছিলেন।
বিলে স্বাক্ষরে অস্বীকৃতি জানানোয় ট্রাম্পকে নিয়ে মুখ খোলেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনও। শনিবার তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার দায় এড়িয়ে যাচ্ছেন। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এমন পরিস্থিতিতে সোমবার (২৮ ডিসেম্বর) বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প। চাকরি হারানোদের সুবিধা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ প্রদানের পাশাপাশি ভ্যাকসিন বিতরণ ও ব্যবসায় সুরক্ষার জন্য বিলটি জরুরি ছিল।
করোনা ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ১৮৫,৯৯৩ টি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। আর শনিবার হাসপাতালে ভর্তির সংখ্যা ১১৭,৩৪৪ জনে পৌঁছেছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, দেশটিতে মোট সংক্রমণের সংখ্যা ১৯ মিলিয়ন ছাড়িয়ে গেছে। যা এখন পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ।
বঙ্গ মিরর/এসআর