🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
প্রশ্ন : জিন কত দিন বাঁচে এবং তারা মারা গেলে কি জানাজা হয়?
উত্তর : জিন এবং ইনসান দুজনের হায়াতের বিষয়ে রাসুল (সা.) বলেছেন, আমার উম্মতের হায়াত হচ্ছে, ৬০ থেকে ৭০ এর মাঝে। এখানে উম্মতের মধ্যে জিন ও ইনসান দুটোই রয়েছে। সুতরাং, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে, এই হায়াতই আল্লাহ তাঁর প্রিয় নবীর উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে অনেকে আছেন যারা ৮০ বা ১০০ বছর অতিক্রম করে যাচ্ছেন, এটা ব্যতিক্রম। এটা আল্লাহতায়ালা ভালো জানেন। আর অবশ্যই মুসলিম হলে জানাজা এবং ইসলামি যে আহকাম রয়েছে তারা তা অনুসরণ করবে। জিনদের মধ্যে মুসলিমও রয়েছে, অমুসলিমও রয়েছে, মানুয়ের মতোই।
বঙ্গ মিরর/এসআর