🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর : জুডি কেসিকের বয়স ৭০ বছর। তিনি ব্যাটেলগ্রাউন্ড পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্ক্রানটন শহরের বাসিন্দা। ১৯৬৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রথম ভোট দেয়ার যোগ্যতা অর্জন করেন। তবে তিনি কখনো ভোট দিতে যাননি। কারন ভোটদানের প্রতি তার কোনো আগ্রহ ছিল না।
কিন্তু এবছরের নির্বাচন তাঁর কাছে প্রয়োজনীয় মনে হয়েছে। আর একারণেই এবারের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জো বাইডেনকে আগাম ভোট দিয়েছেন। -খবর ওয়াশিংটন পোস্ট এর।
এখন স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগতে পারে কি কারণে তিনি ভোটার হওয়ার ৫১ বছর পরে ভোট দিলেন।
কারনটা খুবই চমকপ্রদ। ডোনাল্ড ট্রাম্পের শাসনের অবসান চান কেসিক। তার মতে, ট্রাম্প তাদের ভালো চান না। কেসিক বাইডেনকে পছন্দ করেন। কারণ বাইডেন মানুষকে ভালোবাসেন। মূলত একারণেই তিনি ডাকের মাধ্যকে জো বাইডেনকে আগাম ভোট দিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের ঐ প্রতিবেদন থেকে জানা যায়, কেসিক আইরিশ ক্যাথলিক ধর্মে বিশ্বাসী। তিনি তার জীবনের বড় একটি অংশই কাটিয়েছেন গতানুগতিক ভাবধারা থেকে আলাদা ভাবে। তবে তিনি বিয়ে করেছেন। ব্যক্তিজীবনে কেসিক দুই সন্তানের মা। তার নয় বছর বয়সী এক নাতিও রয়েছে। তিনি অফিস সহকারীসহ বিভিন্ন পোস্টে কাজ করেছেন।
বঙ্গ মিরর/এমএমআর