🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
নড়াইলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা আলোচনাসভা ও ম্যুরাল উদ্বধোন করেছে নড়াইল জেলা যুবলীগ।
নড়াইল জেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে ১১ নভেম্বর (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় নড়াইল জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান সূচীতে ছিলো জেলা শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন কেক কাটা এবং নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে ম্যুরাল উদ্বোধন।ম্যুরাল উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুভাষচন্দ্র বোস।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট সুভাষচন্দ্র বোস, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নিলু,বিশেষ বক্তা যুবলীগ নেতা গাউসুল আজম মাসুম, মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন নড়াইল জেলা যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব ওয়াহিদুজ্জামান তিনি নড়াইল সরকারি স্কুলের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এতে ব্যায় হয় ২৬ লক্ষ টাকা ব্যায়ে দীর্ঘ ৬০ ফুট লম্বা। তিনি এটা সামনের প্রজন্ম দেরকে দেখাতে চান এটা নড়াইল জেলার জন্য মাইল ফলক হিসাবে থাকবে।
অনুষ্ঠান পরিচালনা করেন ফরহাদ হোসেন মোল্যা আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখা।#
বঙ্গ মিরর/এসআর