🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
‘ভাষ্কর্য গড়ার বিরোধিতার নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর প্রতি অসম্মান ও অবজ্ঞা প্রদর্শন প্রকারান্তরে রাষ্ট্রবিরোধিতার শামিল’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতি।
রবিবার (৬ ডিসেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাে: কামাল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এই মন্তব্য করা হয়।এছাড়াও বিবৃতিতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙার মত জঘন্যতম অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।
উক্ত বিবৃতিতে আরো বলা হয়, অতীতে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের অনেক দেশেই ভাষ্কর্য নির্মিত হয়েছে। কিন্ত হঠাৎ করে একটি অপশক্তি ভাষ্কর্যের বিরোধিতার নামে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।
তাই ,সকল ধরনের উগ্র সাম্প্রদায়িক কর্মকান্ড রোধে কার্যকরী ভূমিকা রাখতে সকল স্তরের নাগরিকদের সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ডুয়েট শিক্ষক সমিতি।
বঙ্গ মিরর/এসআর :