🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর : নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে সুন্দরবনে নৌকাভ্রমণ করেছেন রাফিয়াথ রাশিদ মিথিলা ও সৃজিত মুখার্জি। রাতে নৌকায় বসে সৃজিতকে গান শুনিয়েছেন মিথিলা, গিফটও দিয়েছেন। একসঙ্গে বিবাহবার্ষিকীর রাতে বাইরে খাওয়াদাওয়াও করেছেন তারা। এসময় তাদের সাথে ছোট্ট আইরাও ছিল। এদিন লাল শাড়ি পরেছিলেন মিথিলা। খবর দৈনিক যুগান্তরের।
২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিতকে বিয়ে করেন বাংলাদেশী অভিনেত্রী, মডেল মিথিলা। গত রোববার ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী। প্রথম বিবাহবার্ষিকীর এই দিনটি স্মরণীয় করে রাখতেই সারারাত সুন্দরবনে কাটিয়েছেন তারা।
মিথিলা বলেন, বিবাহবার্ষিকীতে আমরা সুন্দরবন বেড়াতে গেছি। চমৎকার সময় কেটেছে। একজন আরেকজনকে সময় দিয়েছি, মনে রাখার মতো স্মৃতি তৈরি হয়েছে।
‘দোয়া করবেন, যেন এভাবেই কাটিয়ে দিতে পারি বাকি জীবন।’
তিনি আরও বলেন, বাংলাদেশে সুন্দরবনের বেশির ভাগ অংশ হলেও আগে কখনও যাওয়া হয়নি। এখান থেকে খুবই কাছে। আমরা একটা নৌকা ভাড়া করে খুব ভোরে বেরিয়েছিলাম। বাজার করে নিয়ে উঠেছিলাম।
‘সারা রাত নৌকায় কাটিয়েছি, সৃজিতকে গান শুনিয়েছি। দেশের ব্যান্ডের গান, ওর ছবির গান, ভোরের দিকে গেয়েছি রবীন্দ্রসংগীত।’
সৃজিতকে কী গিফট দেয়ার বিষয়ে মিথিলা বলেন, তিনি ‘ম্যাটেরিয়ালিস্টিক গিফট’–এ বিশ্বাসই করেন না। ওসব তো বছরের যেকোনো সময়ই দেয়া যায়। তবে সৃজিতকে একটি পারফিউম দিয়েছি। আরেকটা ব্লুটুথ স্পিকারও কিনে দেব।
এদিকে শিগগিরই দেশে আসার কথা রয়েছে মিথিলার। একটা ওয়েব সিরিজে কাজের জন্য। তবে এ বিষয়ে এখনি কিছু জানাতে রাজি হননি এ অভিনেত্রী।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেন মিথিলা। আইরা তাদের ঘরেরই সন্তান। কিন্তু তাদের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল মাত্র ১১ বছর। পরে ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বঙ্গ মিরর/এমএমআর