🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর : ভারতের সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব। বুধবার কলকাতায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
তাদের বিয়েতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়া রাশিদ মিথিলা।
অর্ণব দীর্ঘদিন ধরে কলকাতায় আছেন। শান্তিনিকেতনে তার সঙ্গে পরিচয় হয় আসামে জন্ম নেয়া সুনিধির। পরিচয়ের পর বেশ কয়েকবার সুনিধিকে নিয়ে বাংলাদেশে শো করতে আসেন অর্ণব।
সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। তিনি একজন পেশাদার এসরাজ বাদক। বাজাতে জানেন হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীত। গান করেন। মডেলিংয়েও আগ্রহ রয়েছে তার।
বঙ্গ মিরর/এমএমআর