🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
খবরের কাগজ বিক্রেতা খুকির যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ছিলো ২০০৯ সালের, এরপর কেউ আর তার খোঁজ নেন নি।
রাজশাহী শহরের নারী আধা পাগল যার নাম “খুকি”। অল্প বয়সেই বিয়ে হয় ৭০ বছরের এক বৃদ্ধার সাথে মাস খানিক বাদেই স্বামীর মিত্যু হয় এর পর বাবা মা,ভাই বোনের অবহেলিত সেই নারী ঘরবাড়ি ছাড়া রাস্তায় পড়ে ছিলো তবুও ভিক্ষের পথ বেছে নেন নি কখনো ।
একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়া মানিব্যাগটি উপযুক্ত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার সম্মানী হিসেবে ১৫০ টাকা পান, সে টাকা দিয়ে পথে পথে, ষ্টেশন, বাসাবাড়িতে খবরের কাগজ বিক্রি করে নিজেকে স্বাবলম্বী করেছেন।
পেপার বিক্রি করে দৈনিক ২০০/৩০০ টাকা আয় করেন, তার থেকে নিজের জন্য খরচ করেন মাত্র ৪০ টাকা, ১০০টাকা এতিমদের জন্য, বাদবাকি কিছু টাকা মসজিদ মন্দিরে দান করেন, এবং পথে থাকা অন্য ভিক্ষুকদের জন্য ২০ টাকা দেন, তার স্বপ্ন ছিলো হজ্বে যাবেন। সেই জন্য তিনি নিজে কিছু করে জমাচ্ছেন।
সেদিনের মধ্য বয়সী খুকি আজ বৃদ্ধা, এখনও তার হজ্বে যাওয়ার অর্থ জোগাড় শেষ হয়নি।
হয়তো কখনও আর শেষ হবে ও না, তার আগেই ডাক চলে আসবে মহান সৃষ্টিকর্তার।
ভিডিওতে তার শেষ কথাগুলো ছিলো,কেউ আমাকে এক পয়সার হেল্প করেনি। কি হবে এই সাক্ষাৎকার নিয়ে? কেউ তো আমাকে সাহায্য করবে না।” আজ এগারো বছর পর সেই খুকির কথাই ঠিক হল, আমরা কেও কখনো তার খবর রাখিনি।
বঙ্গ মিরর/এসআর