🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর : মুত্তিয়াহ মুরালিধরণের বায়োপিকের পরিচালক সেনু রামস্বামীকে হত্যার হুমকি দেয়া হয়েছে।
বিখ্যাত এই তামিল পরিচালক টুইট করে লেখেন, সাম্প্রতিক সময়ে অনেকের মতো আমিও সেথুপাতিকে “৮০০” সিনেমা থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিলাম। তার মেয়ের মতো আমিও হুমকি পাচ্ছি। আমার জীবন এখন হুমকির মুখে।
তিনি আর লেখেন, মুখ্যমন্ত্রী মহোদয়ের সাহায্য করা উচিত। তারা সবাই প্রকাশের অযোগ্য ভাষা ব্যবহার করছে। হোয়াটসঅ্যাপও খুলতে পারছি না। আমি এরই মধ্যে চেন্নাই পুলিশের কাছে অভিযোগ করেছি। এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চাই।
সম্প্রতি মুরালির জীবনী নিয়ে বায়োপিক তৈরির কথা থাকলেও একেরপর এক বাধার সম্মুখীন হচ্ছে এই প্রকল্প।
মুরালিধরন বিশ্ব ক্রিকেটে সবার কাছেই অতি প্রিয় এক নাম। কিন্তু তামিলদের কাছে তিনি অনেকটাই ‘বিশ্বাসঘাতক’! তামিলদের অভিযোগ, মুরালিধরণ কখনোই তাদের বিরুদ্ধে হওয়া শ্রীলংকা সরকারের অত্যাচারের প্রতিবাদ করেননি। বরং বিভিন্ন সময় শ্রীলংকা সরকারকে সমর্থন করেছেন।
তামিলরা চায় না মুরালিকে নিয়ে সিনেমা হোক। এই সিনেমায় প্রথমে ভারতের তামিল তারকা বিজয় সেথুপাতির অভিনয়ের কথা ছিল। তিনি এ সিনেমায় অভিনয় করতে রাজি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে।
পরে স্বয়ং মুরালিধরনের অনুরোধে সিনেমা থেকে সরে দাঁড়ান সেথুপাতি। এরপর হুমকি দাতাদের টার্গেটে পরিণত হন সেনু রামস্বামী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে।
বঙ্গ মিরর/এমএমআর