🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন হিসেবে যোগদান করেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। মঙ্গলবার (১ ডিসেম্বর) অনুষদের চতুর্থ ডিন হিসেবে তিনি যোগদান করেন।
ডঃ মুহাম্মদ রাশেদ আল মামুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি.এসি. এগ্রি. ইঞ্জি. এমএস ইন ফার্ম পাওয়ার এন্ড মেশিনারি, জাপানের কুমামোতু বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডভান্সড টেকনোলজি (নবায়নযোগ্য জ্বালানী) বিষয়ের উপর পি.এইচ.ডি. ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড ওয়াটার লিডারশিপ প্রোগ্রামে রিসার্চ সায়েনটিস্ট হিসেবে দীর্ঘ দিন গবেষণা করেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীদের সাথে কথা বললে, তারা বলেন-
”এবার একজন সত্যিকারের আদর্শ শিক্ষক ডিন হিসেবে পেয়েছি। ওনার হাত ধরে কৃষি প্রকৌশলী ও প্রযুক্তি অনুষদ অনেক দূর এগিয়ে যাবে”।
ডঃ মুহাম্মদ রাশেদ আল মামুন ইতোমধ্যেই নবায়নযোগ্য জ্বালানীর উপর একটি বই লিখেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর প্রায় ৪০ টি পিয়ার রিভিউড বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি কুমামোতু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট (জাপান) অ্যাওয়ার্ড, কিংডম অব সৌদি এরাবিয়া (মরক্কো) অ্যাওয়ার্ড, ভেনাস ইন্টারন্যাশনাল রিসার্চ (ভারত) থেকে আউটস্টেন্ডিং সায়েনটিস্ট ইন ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি শীর্ষক আর্ন্তজাতিক পদকসহ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বেস্ট পাবলিকেশন (বাংলাদেশ) অ্যাওয়ার্ড অর্জন করেন।
উল্লেখ্য, তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। এছাড়া তিনি সিকৃবি ক্যারিয়ার ক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যথাসাধ্য সহযোগিতা করে আসছেন।
বঙ্গ মিরর/এসআর