🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
বলিউড বাদশাহ খ্যাত শাহরুখ খান। তার স্ত্রী গৌরী ছিব্বর। তারা দুজনে প্রেম করে বিয়ে করেছিলেন এটা হয়তো অনেকেই জানেন। তবে প্রথম দিকে গৌরীর পরিবার এ বিয়েতে রাজি ছিলো না। কেননা গৌরীর পরিবার ছিলো ব্রাহ্মণ। অপরদিকে শাহরুখ মুসলমান। অন্য ধর্মের ছেলেকে বিয়ে করলে ফল হিসেবে মেয়ের পরিবার আপত্তি করবে এটাই স্বাভাবিক। এছাড়া বেকার শাহরুখের আর্থিক অবস্থা দেখে গৌরীর পরিবার রাজি থাকবে না এটা অবশ্যই অনুমেয়।
গৌরীর পরিবারকে রাজি করাতে শাহরুখের সময় লেগেছিল বেশ কয়েক বছর। অবশেষে দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসেন দু’জনে। যে সময়ে তাদের বিয়ে হয় সে সময়ে শাহরুখ ছিলেন শূন্য হাতে আর চোখ জুড়ে বলিউডের স্বপ্ন। তবে শাহরুখের সেই শূন্য থেকে সফলতার চূড়ায় ওঠার প্রতিটি পর্বে, প্রতিটি ধাপে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িয়ে ছিলেন গৌরী।
অভিনয় জীবনের শুরু থেকেই বলিউডের প্রচলিত নিয়ম ভেঙেছিলেন শাহরুখ। টেলিভিশনের মাধ্যমে অভিনয় শুরু করার পরে বলিউডে পদার্পণ করেন শাহরুখ। মজার বিষয় হচ্ছে প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই বিয়ে করেন শাহরুখ। শাহরুখের প্রথম সিনেমার নাম ‘চমৎকার’। সেসময়ে ছবিটির পরিচালক ও প্রযোজক শাহরুখকে বিয়ে পিছিয়ে দিতে বলেছিলেন তবে এতে রাজি হননি তিনি। তাঁর বক্তব্য ছিল, তিনি ছবি পিছিয়ে দিতে পারেন কিন্তু বিয়ে তিনি নির্ধারিত সময়েই করবেন।
শাহরুখ গৌরীকে বলেছিলেন, হানিমুনে প্যারিস যাবেন তারা। ঐ সময়ে দিল্লির মধ্যবিত্ত পরিবারের কাছে বিদেশে ভ্রমণ করা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে শেষ পর্যন্ত বিয়ের ২০ দিন পরে তাঁদের হানিমুন হয় দার্জিলিং। ‘রাজু বন গ্যয়া জেন্টলম্যান’ সিনেমার একটি গানের দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখকে তখন দার্জিলিং যেতে হয়েছিল। দু’জনেই মনে মনে দার্জিলিংকে প্যারিস ভেবে শুটিংয়ের পাশাপাশি হানিমুন সেড়ে নেন।
১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম সন্তান আরিয়ান পৃথিবীতে আসেন। তাদের মেয়ে সুহানার জন্ম এর ৩ বছর পরে। দুই ছেলেমেয়ে নিয়ে শাহরুখ-গৌরীর সুখের সংসার। তবে ২০১৩ সালে আবার খুশীর সংবাদ জানালেন।এ বার জন্ম নেয় তাদের তৃতীয় সন্তান। তাদের এ ছেলের নাম আব্রাম।
দীর্ঘ কয়েক দশক ধরে বলিউডে অনুসরণীয় দম্পতি তারা। তবে এ দাম্পত্যও বিচ্ছেদের সুর বেজেছিল। একটা সময়ে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সাথে শাহরুখের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এটা ভাল ভাবে নেননি গৌরী।
শোনা যায়, সন্তানদের নিয়ে ঘর ছাড়ার হুমকি দিয়েছিলেন গৌরি। এর পরপরই প্রিয়ঙ্কার সঙ্গে পাট চুকিয়ে ফিরে আসেন শাহরুখ। এমনকি সেসময়ে শাহরুখ গৌরীকে কথা দিয়েছিলেন কখনো প্রিয়ঙ্কার সাথে আর অভিনয় করবেন না তিনি।
মেয়ে ভক্ত কমে যাবে সেই ভয়ে কখনো স্ত্রী গৌরীকে লুকিয়ে রাখেননি শাহরুখ। তেমনিভাবে বলিউড বাদশাহর খ্যাতিতে একটুও ম্লান হয়ে যাননি গৌরী। নিজেকে প্রসিদ্ধ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে পরিচিত করেন। এভাবেই চলছে শাহরুখ-গৌরীর সুখের সংসার।
বঙ্গ মিরর/এমএমআর