🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর : ইংল্যান্ড ক্রিকেট দলের অলরাউন্ডার বেন স্টোকসের সাথে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ জয়ী দলের তারকা ক্রিকেটার মারলন স্যামুয়েলসের তিক্ত সম্পর্কের ঘটনা নতুন নয়।
২০১৫ সালে তাদের মধ্যে ঝামেলার সূত্রপাত। সেবার দ্বিতীয় টেস্ট খেলা চলাকালীন সময়ে স্টোকসকে আউট করেন স্যামুয়েলস। আউট করার পরে ব্যাঙ্গাত্মক স্যালুট করে উদযাপন করেন ক্যারিবিয়ান এই তারকা। এখান থেকেই বিতর্কের শুরু।
পরবর্তীতে ২০১৬ সালে দা-কুমড়া সম্পর্কের আগুনে ঘি ঢালেন স্যামুয়েলস। সেবছর
রুদ্ধশ্বাস এক ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয়ার পর সাংবাদিক সম্মেলনে সবার সামনেই স্যামুয়েলস স্টোকসকে অপমান করেন।
এবার স্টোকস নতুন করে সে আগুন উসকে দেয়ায় বেজায় চটেছেন স্যামুয়েলস। সম্প্রতি আইপিএল চলাকালীন একটি পটকাস্টে স্যামুয়েলসকে নিয়ে রসিকতা করেছিলেন ইংরেজ অলরাউন্ডার। এতেই ক্ষেপে গিয়ে নিজের ইনস্টাগ্রামে স্টোকসকে ধূয়ে দেন এই ক্যারিবিয়ান তারকা। -খবর দা ইন্ডিয়ান এক্সপ্রেসের।
ঐ প্রতিবেদন থেকে জানা যায়, আইপিএলের পডকাস্টে স্টোকস বলেন, তার কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা খুবই বাজে। নিজের চরম শত্রু স্যামুয়েলসকেও যেন এমন অবস্থায় পড়তে না হয়।
এরপরই স্যামুয়েলস তার ইনস্টাগ্রাম স্টোরিতে একেরপর এক গালির তোপ দাগেন স্টোকসকে। এমনকি স্টোকসের স্ত্রীকে অশ্লীল কদর্য আক্রমণ করতে ছাড়েননি। যৌনগন্ধী বলে অশ্লীল গালি দিয়েছেন তাকেও। এছাড়া, সাদা চামড়ার মানুষদের থেকে তাঁর স্কিনটোন অনেক উন্নত মানের বলেও উল্লেখ করেন স্যামুয়েলস।
শুধু স্টোকসকেই না স্যামুয়েলস শ্যেন ওয়ার্নকেও গালি দিয়েছেন। তাকেও তীব্রভাবে গালিগালাজ করেন তিনি।
উল্লেখ্য, ২০১২ সালে বিগ ব্যাশ লিগে খেলতে হাতাহাতি হয়েছিল ওয়ার্নার ও স্যামুয়েলসের মধ্যে।
বঙ্গ মিরর/এমএমআর