🖋ডেস্ক রিপোর্ট | বঙ্গ মিরর :
বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন-নিপীড়ন যেমন বাড়ছে, অন্যদিকে সামাজিক-অর্থনৈতিকভাবে প্রতিনিয়তই দৃঢ় হচ্ছে নারীর অবস্থান। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বহুগুণ বেড়েছে।
পুরুষের পাশাপাশি নারীও দেশে দেশে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখছে। এমনকি বাংলাদেশসহ বিভিন্ন দেশে রাষ্ট্রপরিচালায় নারীর অবদান আজ বিশ্বস্বীকৃত।
২০২০ সালে ভারতের শীর্ষ ধনী নারীর তালিকায় সবার উপড়ে উঠে এসেছে রোশনি নাদার মালহোত্রার নাম। সম্প্রতি কোটাক ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট প্রকাশ করেছে। তাতে ভারতের শীর্ষ ৫ জন ধনী নারীর নাম এসেছে তালিকায়। সেই তালিকায় কারা আছেন, তাদের কার কি ব্যবসা, কে কত সম্পদের মালিক- প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হলো। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
১. রোশনি নাদার মালহোত্রা (Roshni Nadar Malhotra): ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের অগ্রদূত HCL-এর অন্যতম প্রতিষ্ঠাতা শিব নাদারের একমাত্র কন্যা রোশনি। গত জুলাইয়ে শিব নাদার দায়িত্ব থেকে অব্যাহতি নিলে HCL টেকনোলজির চেয়ারপারসন হিসেবে রোশনিকে নির্বাচিত করা হয়। সেই রোশনি এখন কোটাক ওয়েলথ হুরুন ইন্ডিয়ার ধনী নারীর তালিকায় শীষে রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৫৪ হাজার ৮৫০ কোটি টাকা। মার্কিন ফোর্বস ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী নারীর তালিকায়ও স্থান করে নিয়েছেন রোশনি।
২. কিরণ মজুমদার-শ (Kiran Mazumdar-Shaw): কিরণ মজুমদার-শ বায়োকনের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই নারী এখন ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী মহিলা। তার মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা। তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোয়েস (Infosys) এর পরিচালন পর্ষদের অন্যতম সদস্য কিরণ মজুমদার। তিনি প্রথম ভারতীয় নারী শিল্পোদ্যোক্ত, যিনি Giving pledge-এর স্বাক্ষর করেছেন।
৩. লীনা গান্ধী তিওয়ারি (Leena Gandhi Tewari): লীনা গান্ধী তিওয়ারি মুম্বাইভিত্তিক ওষুধ ও বায়োপ্রযুক্তি সংস্থা USV-এর চেয়ারপারসন। তিনি ভারতের তৃতীয় শীর্ষ ধনী নারী। তার সম্পদের পরিমাণ ২১ হাজার ৩৪০ কোটি টাকা। তার ঠাকুরদা ভিক্টর গান্ধী Revlon এর সঙ্গে জোট বেঁধে USV নামের কোম্পানি গড়ে তুলেছিলেন। এই কোম্পানির ৮০ শতাংশ আয় আসে ঘরোয়া বাজার থেকে।
৪. নীলিমা মোটাপার্তি (Nilima Motaparti): নীলিমা মোটাপার্তি ওধুষ সংস্থা ডিভিস ল্যাবরেটরিজ ডিরেক্টর (কর্মাশিয়াল) পদে রয়েছেন। তিনি ভারতের চতুর্থ ধনী নারী। তার মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬২০ কোটি টাকা। ২০১২ সালে নীলিমা ডিভিস ল্যাবরেটরিজে যোগ দেন। এর আগে আন্তর্জাতিক স্তরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এ নারীর।
৫. রাধা ভেম্বু (Radha Vembu): চেন্নাইভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি Zoho Corporation-এর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর বোন রাখা ভেম্বু। Zoho-এর সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্বের মালিক তিনি। ভারতের পঞ্চম শীর্ষ এই ধনী নারীর মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৫৯০ কোটি টাকা।
বঙ্গ মিরর/এসআর